বাড়তে পারে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৩, ১০:৫৩

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়তে পারে। নতুন আয়কর আইন বাস্তবায়ন ও চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সময় বাড়ানোর চিন্তাভাবনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইতোমধ্যে সময় বাড়ানোর অনুমতি চেয়ে অর্থমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠিয়েছে এনবিআর। জানা গেছে, সারসংক্ষেপে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অর্থমন্ত্রী অনুমোদন দিলে ৩০ নভেম্বরের মধ্যেই এ বিষয়ে আদেশ জারি করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ২১ নভেম্বর বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ঢাকা ট্যাক্সেস বারসহ কয়েকটি মহল থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানোর জন্য এনবিআরের চেয়ারম্যান বরাবর চিঠি পাঠায়। চিঠিতে রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর দাবি জানানো হয়।

চিঠিতে এফবিসিসিআই বলেছে, নতুন আয়কর আইন-২০২৩ প্রতিপালন ও আয়কর পরিপত্র বিলম্বে প্রকাশের কারণে এবার করদাতারা প্রস্তুতি নেওয়ার তেমন সময় পাননি।

রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষেই ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না বলেও উল্লেখ করা হয় চিঠিতে।

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনও একই ধরনের কারণ উল্লেখ করেছে চিঠিতে।

উল্লেখ্য, নতুন আয়কর আইনে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময় ৩০ নভেম্বর।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :