চরভদ্রাসনে আ.লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহর মতবিনিময় সভা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৩, ১৯:০৩| আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৯:১৩
অ- অ+

ফরিদপুরের চরভদ্রাসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফরউল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফরউল্লাহ বলেন, ‘আমি যে ফকিন্নির ছেলে নয় ভোটের মাধ্যমে আপনারা তা প্রমাণ করে দিয়েন।’

তিনি বলেন, নিক্সন পালাবে। সে এখানে আর থাকবে না।

ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী বলেন, আমি নৌকা নিয়ে নির্বাচনে অংশ নিবো। তাই আপনাদের দোয়া নিতে এসেছি। নৌকার পক্ষে ভোট ভিক্ষা চাইতে এসেছি।

এসময় কাজী জাফরউল্লাহ আসনটির বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ব্যাপক সমালোচনা করেন।

মতবনিমিয় সভায় চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইসাহাক মিয়া, যুগ্ম আহ্বায়ক এহসানুল হক মামুন, ফকির মোশাররফ হোসেন, বেলায়েত হোসেন রুবেল ও যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/২৮নভেম্বর/পিএস/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য নয় : জুয়েল
সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে জবির ক্যাম্পাস নির্মাণের কাজ: উপাচার্য 
জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, বুধবার পর্যন্ত ‘শাটডাউন’
টপটেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা