নারায়ণগঞ্জে পেট্রলবোমা ছুড়ে ট্রাকে আগুন, হেলপার দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৩৬ | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৩৪

বিএনপির অষ্টম দফার অবরোধের আগের দিন রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় টাইলসবাহী একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে চালকের হেলপার মো. সায়মন (২০) দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার শিংলাবো এলাকায় এশিয়ান হাইওয়েতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দগ্ধ হেলপার সায়মনকে ঢাকায় এনে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, ‘উপজেলার মেঘনাঘাট এলাকা থেকে টাইলসবাহী একটি ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এশিয়ান হাইওয়ে (ঢাকা বাইপাস রোড) ধরে শিংলাবো এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে মারে।’

এই পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় ট্রাকটির সামনের অংশে আগুন ধরে যায়। ট্রাকচালক দ্রুত নেমে যেতে পারলেও তার হেলপারের দুই হাত দগ্ধ হয়। স্থানীয় বাসিন্দারা তাকে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :