নির্বাচনে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন বিএনপি নেতা শাহজাহান ওমর

জাহিদ বিপ্লব, ঢাকা টাইমস
| আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২৩:১৮ | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ২৩:১২

২৫ দিন পর কারাগার থেকে বুধবার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম।

জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন তিনি অংশ নেবেন এমন একটি গুঞ্জন সর্বমহলে। নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন নিয়ে সদ্য কারামুক্ত শাহজাহান ওমর কথা বলেন ঢাকা টাইমসের সঙ্গে।

তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ব্যাপক চাপ আছে। এখনও সময় সময় আছে। তবে, এখনও আমি নির্বাচনে না যাওয়ার পক্ষে।

আরও পড়ুন: জামিনে মুক্ত বিএনপি নেতা শাহজাহান ওমর

বিএনপি নির্বাচনে যেতে চায়, এমন দাবি করে শাহজাহান ওমর বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে নির্বাচনের বিষয়ে আমার কথা হয়েছে। ফখরুল সাহেব বলেছেন-"আমরা নির্বাচনে যাবো তিন শর্তে। এক- খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, দুই- সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে।

এখনও কি বিএনপির নির্বাচনে যাওয়ার পরিবেশ বা সময় আছে? এমন প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, এখনও সময় আছে বলে আমি মনে করি। একই সঙ্গে কমিশন তফসিল পেছাবে বলে আমি বিশ্বাস করি।

আপনি কি কোনো মহলের চাপে তৃণমূল বিএনপিতে যাবেন? এর উত্তরে তিনি বলেন, প্রশ্নই আসে না। আমি নিজে দল করলেও ওদের চেয়ে বড় হতো।

এর আগে বাসে আগুন দেয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় বুধবার দুপুরে জামিন পান তিনি। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাকে জামিন দেন। সন্ধ্যা ৬টার দিকে কারাগার থেকে মুক্তি পান শাহজাহান ওমর।

উল্লেখ্য, ৪ নভেম্বর ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রী ছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেয়ার ঘটনায় বাসচালক নিউমার্কেট থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ৫ নভেম্বর তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/জেবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা প্রদর্শনে যাচ্ছে বিএনপি 

জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে উত্তরা পশ্চিম থানা বিএনপির কাপড় বিতরণ

আগ্রাসন ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াচ্ছে: ১২ দলীয় জোট

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলায় ফের নির্বাচন চান পরাজিত ৩ প্রার্থী

স্বরাষ্ট্রমন্ত্রী ‘জানেন না’ সাবেক আইজিপি কোথায়, সালামের প্রশ্ন ‘দেশ কে চালাচ্ছে’

ক্ষমতাচ্যুত হলে সবার অপকর্ম-দুর্নীতি বেরিয়ে আসবে: মজনু

আওয়ামী লীগ দেশপ্রেমিক নয় বর্গি: মির্জা ফখরুল

দোষী সাব্যস্ত হলে বেনজীরকে দেশে ফিরতেই হবে: কাদের

বেনজীরকে দেশত্যাগের সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

পঁচাত্তরের ১৫ আগস্টের পর ইতিহাস বিকৃতি শুরু হয়: প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :