জুরাইনে বিএনপির মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ১২:০২
অ- অ+

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে জুরাইনে মিছিল ও পিকেটিং করেছে শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার মিছিলটি জুরাইন রেল গেইট থেকে শুরু হয়ে ধোলাইপাড় মোড়, মীর হাজীরবাগ হয়ে দয়াগঞ্জ মোড়ে গিয়ে শেষ হয়।

মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক ও শ্যামপুর-কদমতলী থানার প্রধান সমন্বায়ক আনম সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলে শ্যামপুর থানা বিএনপির নেতা মো. সানাউল্লাহ সানু, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ মুন্সী স্বপন, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোমিন মিয়া, সাবেক সদস্য পলাশ আকন, কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিউর রহমান দিলু, যুগ্ম আহ্বায়ক রাজন মিয়া, রাকিবুল্লা রাকিব, ৬১ নং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিজাম হাওলাদার, ৬০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান ইসলাম সুজন, ৬১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির মজুমদার, ৫১ নং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক সিপাহী, সদস্য সচিব সাইফুল ইসলাম, ৫৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাল মিয়া, সদস্য সচিব আল আমীন, ৬০ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শেখ ওহিদুজ্জামান রিপন, ৫৪ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শাহীন শেখ, ৫১ নং ওয়ার্ড যুবদলের নেতা আব্দুল মান্নান, কদমতলী থানা ছাত্রদলের নেতা রাকিব তানবিন, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌসিফ আহমেদ ইমরান, কদমতলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেন রাশিন, দনিয়া কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শুভ, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের নেতা শামীম আহমেদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এসএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইভীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ত্বকীর বাবার ফেসবুক পোস্ট
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, আহত ৫
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা