মহেশপুরে জাতীয় পার্টির কর্মিসভা অনুষ্ঠিত
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জাতীয় পাটির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মহেশপুর জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে লোকমান পাটওয়ারীর সভাপতিত্বে মহেশপুর কোঁটচাদপুরে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাংবাদিক আব্দুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনিচুর রহমান মিলন, সাংবাদিক শেখ এনামুল হক দুলু, জাতীয় পার্টির সহ-সভাপতি ডা. আ. রউফ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন আব্দুল মজিদ, মাসুদুর রহমান, আবুবক্কর সিদ্দিক, নাজমুল হোসেন, শরিফুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথি নির্বাচনের সকল বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/ইএইচ)
মন্তব্য করুন