সিদ্ধিরগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের শান্তি মিছিল

দীর্ঘদিন ধরে এক দফা দাবি জানিয়ে ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অবরোধ ও হরতাল পালন করে আসছে বিএনপিসহ তাদের সমমনা দলগুলো। জামায়াত-বিএনপির এসব কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শান্তি মিছিল করেছে আওয়ামী লীগ।
শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জুমার নামাজের পর থেকে বিকাল পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে আলাদা আলাদা মিছিল বের করা হয়।
এ সময় জামায়াত-বিএনপির অবরোধ ও হরতাল কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়াসহ নৌকার স্লোগানে মুখরিত হয় অলিগলি।
৬নং ওয়ার্ডে মিছিলের নেতৃত্ব দেন কাউন্সিলর ও থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি। ২নং ওয়ার্ডের শান্তি মিছিলে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক রাজু। ১নং ওয়ার্ডের মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগ সভাপতির ছেলে মাহবুব রহমান।
(ঢাকাটাইমস/১ডিসেম্বর/পিএস)

মন্তব্য করুন