বিজয়ের মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি শুরু

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৩, ২০:০৬
অ- অ+

‘মহান বিজয় দিবস ২০২৩’ উদযাপনের অংশ হিসেবে বিজয় মাসের প্রথম দিনে একক বক্তৃতানুষ্ঠান আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম (পিজিডি)।

শুক্রবার রাজধানীর শুক্রাবাদে পিজিডি ভবনে ‘একক বক্তৃতা’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক)।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান এক অভিব্যক্তিতে বলেন, বিজয় দিবস ২০২৩ উদযাপনে ইতোমধ্যে ম্যাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভাসহ নানা আয়োজনে এ কর্মসূচি পালিত হবে। তারই অংশ হিসেবে বিজয় মাসের প্রথম দিনে আমরা একক বক্তৃতানুষ্ঠান আয়োজন করেছি। এ অনুষ্ঠানে একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পিজিডি কোর্সের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।

‘বিজয়ের ৫২ বছর: স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক একক বক্তৃতায় কাজী সাজ্জাদ আলী জহির বলেন, ‘বাঙালির মুক্তি ও স্বাধীনতার প্রশ্নে পাকিস্তানের কারাগারেও আপস করেননি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সবসময়ই ছিলেন আপসহীন নেতৃত্ব। আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়েও বঙ্গবন্ধুকে নিস্তব্ধ করা যায়নি।’ সাজ্জাদ আলী জহির শিক্ষার্থীদের সামনে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা তুলে ধরেন। গেরিলা যোদ্ধাদের গল্প শোনান।

স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ।

স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান শাহীন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ডিসটিংগুইশড প্রফেসর মো. মাহবুবর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/০১ ডিসেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’:  নাহিদ ইসলাম
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ভৈরবে বিক্ষোভ মিছিল
যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম, সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি
রাঙ্গুনিয়ায় যুবলীগ ক্যাডার ইয়াবা কামাল আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা