গাজায় ইসরায়েলি হামলায় ৭১ সাংবাদিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৩, ১০:২৭

গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৭১ জন সাংবাদিক নিহত হয়েছেন।

শনিবার গাজার মিডিয়া অফিসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদুলু।

গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ৭১ দাঁড়িয়েছে। সর্বশেষ হতাহত হলেন আল-আকসা স্যাটেলাইট ফটোসাংবাদিক, আবদুল্লাহ দারভিশ। তবে তার মৃত্যু কোথায় বা কিভাবে হযেছে এ বিষয়ে কিছু জানায়নি।

মিডিয়া অফিস বলেছে, ফিলিস্তিনি সাংবাদিক এবং মিডিয়া পেশাদারদের এটি সাংবাদিকদের তাদের দায়িত্ব পালনে নিরুৎসাহিত করতে এবং ফিলিস্তিনে ইসরায়েলের বর্বতার বর্ণনাকে অবরুদ্ধ করার জন্য সন্ত্রাসী করার একটি প্রচেষ্টা।

এদিকে সাংবাদিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শুক্রবার পর্যন্ত নিহত সংবাদিকদের মধ্যে ৫৪ ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি এবং তিনজন লেবাননের নাগরিক রয়েছে।

গ্রুপটি আরও জানিয়েছে, এ ছাড়া এখন পর্যন্ত এগারোজন সাংবাদিক আহত হয়েছেন, তিনজন নিখোঁজ এবং ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিপিজে আরও বলেছে, তারা অন্যান্য সাংবাদিকদের হত্যা, নিখোঁজ বা হুমকি দেওয়ার অসংখ্য অসমর্থিত প্রতিবেদনের তদন্ত করছে।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এমআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :