রামপুরায় নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৪

রাজধানীর রামপুরা থেকে রুমান সরদার নামে ২০ বছর বয়সী এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে রিয়াজবাগ তিন নম্বর গলির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান।

এই পুলিশ কর্মকর্তা জানান, ‘আমরা সংবাদ পেয়ে শনিবার দুপুরে রামপুরার রিয়াজবাগ তিন নম্বর গলির একটি বাসা থেকে দরজা ভেঙ্গে রুমানের মরদেহ উদ্ধার করি। মরদেহটি ঝুলন্ত অবস্থায় ফ্যানের হুকের সঙ্গে রশিতে বাধা ছিল।

কামরুল হাসান আরও জানান, ‘আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে রুমান আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

নিহত রুমানের বাড়ি বরিশালে। তিনি জেলার আগৈলঝড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের শাহাদাৎ সরদার ও রুমা বেগম দম্পতির ছেলে। রুমান পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

নিহতের ভাই সাগর বলেন, ‘রুমানের স্ত্রীর নাম সুরাইয়া বেগম। তিন বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে রুমানের স্ত্রী সুরাইয়া তার মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি চলে যায়। প্রেমের বিয়ে হওয়ায় তাদের সঙ্গে আমাদের তেমন কোনো যোগাযোগ ছিল না।’

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :