প্যারিসে পর্যটকদের ওপর ছুরি হামলায় একজন নিহত

ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের ওপর ছুরি হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, শনিবার রাতে একজন হামলাকারী আইফেল টাওয়ারের কাছে অবস্থিত কোয়াই ডি গ্রেনেলের আশপাশে পর্যটকদের লক্ষ্য করে হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে।
রয়টার্স বলছে, হামলাকারী প্রথমে এক পর্যটক দম্পতির কাছে গিয়ে একজন জার্মান নাগরিককে ছুরিকাঘাত করেন। এরপরই পুলিশ তাকে তাড়া করলে গ্রেপ্তারের আগে হাতুড়ি দিয়ে আরও দুইজনকে আঘাত করে।
দারমানিন আরও বলেছেন, হামলার ঘটনায় অভিযুক্ত ২৬ বছর বয়সী এক ফরাসি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ২০১৬ সালে আরেকটি হামলার পরিকল্পনার দায়ে তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযুক্ত ব্যক্তি হামলার সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে। পরে পুলিশকে তিনি জানান, আফগানিস্তান ও ফিলিস্তিনে মুসলিমদের মৃত্যুতে তিনি শোকাহত এবং গাজায় চলমান পরিস্থিতি নিয়ে তিনি বিরক্ত।
এদিকে ফ্রান্সের সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর অফিস জানিয়েছে, হামলার এই ঘটনায় তারা তদন্তের দায়িত্ব নিয়েছে।
প্রসঙ্গত, আগামী বছর প্যারিসে অলিম্পিক গেমসের আয়োজন করার কথা রয়েছে এবং শনিবারের ঘটনাটি দেশটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারে।
(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এমআর)

মন্তব্য করুন