নৌকা নিয়ে গেলেন শাহজাহান ওমর, হারুনের কী হবে?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৫:১৮| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৬:২২
অ- অ+

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা বজলুল হক হারুনের মনোনয়নপত্র বাতিল হলেও দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে ঝালকাঠির দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফারাহ গুল নিঝুম দুটি আসনের সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে জানান। এছাড়া আরও আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নাশকতার মামলায় ২৫ দিন কারাভোগের পর গত বুধবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে মুক্তি পান শাহজাহান ওমর। এর একদিন পরেই তাকে দলীয় মনোনীত প্রার্থী করে আওয়ামী লীগ। একইদিন বিকালে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের হয়ে ভোটের কথা নিশ্চিত করেন শাহজাহান ওমর।

সাংবাদিকদের তিনি বলেন, ‘জিয়ার রাজনীতির চেয়ে বঙ্গবন্ধুর রাজনীতি বেটার। নৌকার হয়ে ভোট করব।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের সঙ্গে মানিয়ে চলা সম্ভব না হওয়ায় দলটির রাজনীতি ছেড়েছি। আমি মনে করি, ২০১৪ সালে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। ২০১৮ সালে উচিত ছিল না। এবার যাওয়া উচিত।’

এবার ঝালকাঠি-১ আসনে বজলুল হক হারুনকে প্রার্থী করেছিল আওয়ামী লীগ। গত রবিবার চূড়ান্ত প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। তবে শাহজাহান ওমর এই আসনে নৌকার প্রার্থী হওয়ায় হারুনের কপাল পুড়তে যাচ্ছে, সেই হিসেবে আগেই করেছিলেন স্থানীয় নেকাতর্মীরা।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/জেএ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা