কর্মকর্তারা চমৎকারভাবে আপিল আবেদন গ্রহণ করছেন: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৭:১৪| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৬
অ- অ+

যাচাই-বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের আপিল আবেদনের জন্য নির্বাচন কমিশনে অস্থায়ী ক্যাম্পে আপিল করতে ১০টা অঞ্চল ঠিক করা হয়েছে। এগুলোতে কর্মকর্তারা চমৎকারভাবে আপিল আবেদনগুলো গ্রহণ করছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেন, 'আপিল করতে ১০টা অঞ্চল ঠিক করা হয়েছে। এই অঞ্চলগুলোতে কর্মকর্তারা চমৎকারভাবে আপিল আবেদনগুলো গ্রহণ করছেন।'

শাহজাহান ওমর কেন এসেছিলেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওটা আমার বিষয় না।

অনুসন্ধান কমিটি একের পর এক শোকজ করছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমন বিষয় সামনে আনলে তিনি বলেন, আমি যতটুকু বলার ততটুকু বলেছি। এর বাইরে আমি কিছু বলবো না।

মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অস্থায়ী ক্যাম্পে শুরু হয়েছে রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের আবেদন। এদিন বিকাল ৪টা পর্যন্ত ৩০০ আসনে বাদ পড়া ৭৩১ মনোনয়নপত্রের মধ্যে ৪২ জন প্রার্থী আবেদন করেছেন। আপিল গ্রহণ কার্যক্রমের শেষ পর্যায়ে ক্যাম্প পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন সিইসি।

তিনি বলেন, 'গৃহীত আবেদনগুলো আপিল শুনানিতে দাখিল করা হবে। আপিল শুনানি হবে ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আমরা তখন পুরো কমিশন বসে আপিলগুলো শুনবো। শুনে আমরা সিদ্ধান্ত দেবো।'

সিইসি বলেন, নমিনেশন সাবমিশন পরে সংক্ষুব্ধ যারা আপিল করতে পারেন। আমাদের যারা রিটার্নিং অফিসার পরীক্ষা-নিরীক্ষা করে মনোনয়নপত্র এক্সেপ্ট করে নেন। কিছু কিছু প্রত্যাখ্যান করেন উনারা। যারা প্রত্যাখ্যাত হন, যাদের নমিনেশন পেপার গ্রহণ করা হয়, দুটোর বিরুদ্ধেই কিন্তু আপিল করা যায়। এক্সসেপ্টেশন অ্যান্ড রিজেক্টশন, অ্যাপিল করার জন্য একটা নির্দিষ্ট সময় আছে।'

শাহজাহান ওমর কেন এসেছিলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ওটা আমার বিষয় না'।

অনুসন্ধান কমিটি একের পর এক শোকজ করছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমন বিষয় সামনে আনলে তিনি বলেন, 'আমি যতটুকু বলার ততটুকু বলেছি। এর বাইরে আমি কিছু বলবো না।'

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএম/কেএ/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
সাভারে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা