৩০ টাকা কেজিতে চাল মিলবে বুধবার থেকে

বুধবার থেকে সারাদেশে কার্ডধারী নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মাঝে ভর্তুকি দামে পণ্য বিক্রি শুরু হবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ডধারী একজন সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল ৬০ টাকা কেজি দরে, ৫ কেজি চাল ৩০ টাকা কেজি দরে, ২ লিটার সয়াবিন তেল ১০০ টাকা দরে, ২ কেজি পেঁয়াজ ৫০ টাকা দরে, সর্বোচ্চ ১ কেজি চিনি ৭০ টাকা দরে কিনতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান কিংবা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালনা করা হবে।
এছাড়া, বুধবার থেকে ঢাকা উত্তর সিটির কার্ডধারী পরিবারের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এমএইচ/বিবি)

মন্তব্য করুন