শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে তরঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আগুনের খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ১টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল গণমাধ্যমে জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে তরঙ্গ পরিবহনের বাসে আগুন দেওয়ার খবর পান তারা। পরে ঘটনাস্থলে পৌঁছে বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। ১টা ৫৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হন তারা।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/টিআই/এমআর)

মন্তব্য করুন