কর্মসংস্থান ব্যাংকের সহকারী অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ঢাকা টাইমস ডেস্ক:
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৯:০৯| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২১:২৫
অ- অ+

কর্মসংস্থান ব্যাংকে সদ্য যোগদানকৃত সহকারী অফিসারদের পাঁচ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও উপমহাব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব মো. সায়েদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, উপব্যবস্থাপনা পরিচালক, মেহের সুলতানা, মহাব্যবস্থাপক (পরিচালন ও হিসাব) গৌতম সাহা ও মহাব্যবস্থাপক (প্রশাসন ও নিরীক্ষা) মাহমুদা ইয়াসমীন।

এ সময় ব্যাংকের ৪৫ জন সহকারী অফিসার প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
তাপদাহে শরীর ঠান্ডা রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব সবজি
ভারতে বড় পাল্টা হামলা শুরু পাকিস্তানের, তিন বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস
সাতক্ষীরার জনগণের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা