৬ উইকেট শিকার: মিরপুরে এজাজ প্যাটেলের সেজদা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৫৩

ঢাকা টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একাই ধ্বসিয়ে দিয়েছেন এজাজ প্যাটেল। এই কিউই স্পিনার একাই নিয়েছেন ৬ টি উইকেট। শনিবার (৯ ডিসেম্বর) টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফারের দেখা পাওয়ার পর সিজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ ভারতীয় বংশোদ্ভূত।

তৃতীয় দিনের খেলা সকাল সাড়ে নয়টার পরিবর্তে শুরুর কথা ছিল সকাল সোয়া নয়টায়। তবে বৃষ্টি থামলেও ভেজা মাঠের কারণে তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। অবশেষে বেলা ১২ টায় শুরু হয় খেলা।

খেলা শুরু হওয়ার পর নিউজিল্যান্ডকে ১৮০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এরপর বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন প্যাটেল। এজাজ প্যাটেলের বলে স্লিপে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান মাহামুদুল হাসান জয়।

চতুর্থ দিনের শুরুতেও বাংলাদেশের ইনিংসে প্রথম আঘাত হানেন প্যাটেল। এলবিডব্লিউয়ের ফাঁদে সাজঘরে ফেরান মুমিনুল হককে।

মুমিনুলের পর মেহেদী হাসান মিরাজকেও সাজঘরের পথ দেখান প্যাটেল। প্যাটেলকে উড়িয়ে মারতে গিয়ে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

মিরাজের পর এজাজ প্যাটেলের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নুরুল হাসান সোহানও। মুমিনুলের পর তাকেও এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান প্যাটেল।

প্যাটেলের বড় শিকার দ্বিতীয় ইনিংসে টাইগারদের নায়ক জাকির। ৮৬ বলে ৫৯ রান করা টাইগার ওপেনারকে ঘূর্ণির ফাঁদে ফেলে নিজের টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফাইফারের দেখা পান অ্যাজাজ। জাকিরের উইকেট পাওয়ার পর মাঠের একপাশে সেজদা দিয়ে কৃতজ্ঞা প্রকাশ করেন সৃষ্টিকর্তার প্রতি। এরপর শরিফুল ইসলামকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে বাংলাদেশের ইনিংসের ইতি ঘটান ১৪৪ রানে।

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৭২ রানের জবাবে ১৮০ রান করেছিল নিউজিল্যান্ড। জয় পেতে দ্বিতীয় ইনিংসে কিউইদের করতে হবে ১৩৭ রান। সিলেটে প্রথম টেস্টে ১৫০ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লাল সবুজের প্রতিনিধিরা।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :