২৬ মার্চের আগেই সম্পন্ন হবে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা: মুক্তিযুদ্ধ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৮

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির বিষয় নিয়ে আমাদের মিটিং হয়েছে। আশা করছি আগামী ২৬ মার্চের আগেই তা সম্পন্ন হয়ে যাবে। আবেদনও যাচাই-বাছাইয়ের কাজ চলছে। একই সঙ্গে ১৪ ডিসেম্বরকে জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার কাজও প্রায় শেষের দিকে। সব ঠিক থাকলে চলতি বছরেই ১৪ ডিসেম্বরকে জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

বৃহস্পতিবার রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের একটা সংখ্যা আছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বিচারও করা হচ্ছে। তবে যারা রাজাকার ও আলবদর ছিল তাদের সংখ্যা অনেক। তাদের সবার বিচার করা হয়নি। এসব যুদ্ধাপরাধীদের তালিকা প্রণয়নে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। তবে তালিকা তৈরির কাজ এখনো সম্পন্ন হয়নি।

উল্লেখ্য, ’৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালি মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে আর টিকে থাকতে না পেরে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে পাকিস্তানি আল-বদর বাহিনী এদেশের বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে নির্মম নির্যাতন করে। পরে তাদের হত্যা করে রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর কবরস্থানে নিয়ে ফেলে রাখা হয়। দেশ স্বাধীনের পর থেকে আজকের এইদিনটিকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসাবে পালন করা হচ্ছে। ছোট-বড়, তরুণ-যুবক, বৃদ্ধ, নারী-পুরুষ সকলে বুদ্ধিজীবীদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধায় সরণ করে দেশের ওই সূর্য সন্তানদের।

(ঢাকাটাইমস/১৪ ডিসেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

আজ শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বড় বড় খেলাপিরা সাত, আট, নয়বার করে ঋণ পুনঃ তফসিল করতে পারছে: ফরাসউদ্দিন

গতানুগতিক ভবন নির্মাণে পরিবেশের ক্ষতি হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

২১ মে ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছেন শহীদ স্কোয়াড্রন লিডার জাওয়াদের পরিবার

সব জেলায় বইছে তাপপ্রবাহ, শনিবার থেকে বৃষ্টির আভাস

‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি বাস্তবায়নে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জেন্ডার সমতা-নারীর ক্ষমতায়নে ভূমিকা: মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রশংসা জাতিসংঘের আন্ডার সেক্রেটারির

উপজেলা নয়, এখন থেকে জেলাভিত্তিক হবে উন্নয়ন পরিকল্পনা

বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :