নড়াইলে হাতুড়ি পেটায় ২ যুবক আহত
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামে দুই যুবককে হাতুড়ি পেটা করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার বিকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে মুনসুর মোল্যা (৪৫) ও জাকির মোল্যাকে (৪৩) মারাত্মক জখম করেছে।
মারাত্নক আহত মুনসুর ও জাকির এবং তাদের স্বজন, নড়াইল সদর হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে মুনসুর ও জাকির নিজ বাড়ি থেকে স্থানীয় মাইজপাড়া বাজারে আসছিলেন। বাড়ি থেকে কিছু দূর এগিয়ে আসলে পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর ধারালো অস্ত্র, লোহার রড ও হাতুড়ি নিয়ে হামলা চালানো হয়। ধারালো অস্ত্র, লোহার রড ও হাতুড়ির আঘাতে তাদের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
নড়াইলের পুলিশ সুপার মেহেদি হাসান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/ইএইচ)মন্তব্য করুন