দুর্ঘটনার কবলে বাইডেনের গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:২৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, সুস্থ রয়েছেন বাইডেনও।

প্রত্যক্ষদর্শীদের বরাতে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে বাইডেন এবং তার স্ত্রী ফাস্ট লেডি জিল বাইডেন হেডকোয়াটারে একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার পরই একটি সিলভার সেডানের সঙ্গে বাইডেনের গাড়ির সংর্ঘষ হয়। তবে এ ঘটনার পর দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে বাইডেনের নিরাপত্তাকর্মীরা।

এ দুর্ঘটনার পর হোয়াইটহাউসের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জন্য একটি সভায় অংশ নিয়েছিলেন বাইডেন ও তার স্ত্রী। সেখান থেকে ফেরার পথেই রোববার স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

টেলিভিশনের ফুটেজে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিসের এজেন্টরা বাইডেনকে তার গাড়িতে করে নিয়ে যাচ্ছে।

হোয়াইটহাউস আরও জানিয়েছে, দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও বাইডেনের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এর বাম্পার ভেঙে গেছে। অন্যদিকে দুর্ঘটনার পরপরই নিরাপত্তা কর্মকর্তারা বাইডেনের গাড়িকে ধাক্কা দেওয়া সিলভার সেডানটিকে দ্রুত ঘিরে ফেলে এবং চালককে আটক করতে সক্ষম হয়।

ঘটনার পর বাইডেন ও তার স্ত্রী নিরাপদে উইলমিংটনে তাদের বাড়িতে ফিরে এসেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এবার কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া! যেসব উপসর্গ দেখা দিচ্ছে

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

আফগানিস্তানে তিন স্প্যানিশ পর্যটককে গুলি করে হত্যা 

চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে ৯ জনের মৃত্যু

‘পানির উৎস নিয়ে বিরোধ’ বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে: এরদোয়ান 

এই বিভাগের সব খবর

শিরোনাম :