সালথায় বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৫১

ফরিদপুরের সালথায় বেশি দামে সার বিক্রি করার এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে সালথা বাজারে অভিযান চালিয়ে ডিলার মেসার্স তালুকদার এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদারসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাৎ হোসেন বলেন, বাজারে এমওপি সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও সারের দাম বেশি রাখার খবর পেয়ে সালথা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশি দামে সার বিক্রির দায়ে এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :