বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানসহ প্রাণ গেল গৃহবধূর

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৫:৪১ | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৪, ১৫:৩২

বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ঢালমারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঢালমারা গ্রামের রিয়াজ মোল্লার স্ত্রী সোনিয়া (৩২), তার ৯ বছর বয়সি মেয়ে রেজবিনা এবং ৪ বছর বয়সি ছেলে সালমান।

নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানান, রিয়াজ মোল্লা ঢাকায় অটোরিকশা চালায়। তার স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে থাকে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রিয়াজ মোল্লার ছোট ছেলে সালমান লেবু পাড়তে যায়। এসময় বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেওয়া তার (সার্ভিস তার) ছিড়ে নিচে পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সালমানের বড় বোন সাবরিনা ও মা সোনিয়া সালমানকে ছাড়াতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান, বাকেরগঞ্জ সার্কেলের দায়িত্বে থাকা এএসপি ফরহাদ সরদার ও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :