মিয়ানমারে সামরিক প্রশিক্ষণ নেওয়া দুই রোহিঙ্গা যুবক আটক

​​​​​​​টেকনাফ (প্রতিনিধি) কক্সবাজার, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৪, ২৩:২৩| আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২৩:২৫
অ- অ+

টেকনাফে রাইফেলের বুলেটসহ মিয়ানমারে সামরিক প্রশিক্ষণ নেওয়া দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার সকাল ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের নয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১৭টি (জি থ্রি) বুলেট জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী।

আটককৃতরা হলো-কক্সবাজারের কুতুপালং ৭নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক--৩১৪ এর ইসলামের ছেলে কেফায়েত উল্লাহ (১৯) নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ক্লাস্টার-৬৫, রুম নং-জে-১২৩ এর আব্দুস সালামের ছেলে আনোয়ার মোস্তফা (১৮)

ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ-কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ। যাত্রীর আসনে থাকা দুই যুবককে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় একজনের কাছ থেকে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৭টি গুলি পাওয়া যায়। অবৈধ বুলেট রাখায় ওই রোহিঙ্গা যাত্রী তার সহযাত্রী আনোয়ার মোস্তফাকে আটক করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মিয়ানমার থেকে এই বুলেট কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নেওয়ার জন্য বহন করছিল তারা। ১৯ এপ্রিল তারা দালালের মাধ্যমে মিয়ানমারের মংডু জেলার মিয়ানমার সেনাবাহিনীর বুচিডং ক্যাম্পে যায়। সেখানে সেনাবাহিনী তাদেরকে জিথ্রি রাইফেল চালানোর প্রশিক্ষণ দেয়। সেনাবাহিনীর পক্ষে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে এই প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানায় তারা।

মিয়ানমার সেনাবাহিনীর ক্যাম্পে ৭দিন থাকার পর অতিরিক্ত গরম খাদ্য কষ্টে সেখান থেকে আজ সীমান্ত পেরিয়ে পুনরায় বাংলাদেশে পালিয়ে আসে বলেও আটককৃতদের বরাত দিয়ে জানান ওসি।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিগ্রির মর্যাদা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সেস দিবস বয়কট, বিক্ষোভ ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের
পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র‍্যাব পুনর্গঠনে ৫ সদস্যের কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা 
শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৭
সাইকেল কেনার জন্য ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা