বাংলাদেশ-ভারত নৌসচিব পর্যায়ের বৈঠক শুরু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৪:৫২
অ- অ+

নৌপথে আঞ্চলিক যোগাযোগ ও সহযোগিতা এগিয়ে নিতে বাংলাদেশ-ভারতের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের দুই দিনব্যাপী সভা শুরু হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুই দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন।

এই বৈঠকের প্রথম দিন ‘প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডের’ (পিআইডব্লিউটিএন্ডটি) অধীন স্ট্যান্ডিং কমিটির সভা এবং ‘ইন্টার গভার্নমেন্টাল কমিটির’ (আইজিসি) পর্যায়ের আলোচনা চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি. কে. রমাচন্দ্রন। বাংলাদেশ-ভারতের নৌসচিব পর্যায়ের মূল বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। নিজ নিজ দেশের পক্ষে এই সভায় নেতৃত্ব দিবেন বাংলাদেশ-ভারতের দুই নৌসচিব।

নৌপরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে বাংলাদেশের পক্ষ থেকে ৩১ জনের প্রতিনিধিদল এবং ভারতের পক্ষ থেকে ২৩ জনের প্রতিনিধিদল এই দুই দিনব্যাপি বৈঠকে যোগ দিয়েছেন।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এসআরপি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা