সংসদ ভেঙে পুনঃতফসিলে নির্বাচনের আহ্বান রাষ্ট্র সংস্কার আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৩, ২২:১৭

রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির বর্ধিত সভা সোমবার বিকালে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে

সভা থেকে বর্তমান অবৈধ তফসিল বাতিল করে এবং সংবিধানের ১২৩(৩)(খ) অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়পাশাপাশি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসে নির্বাচন পরিচালনাসহ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে ন্যুনতম সমঝোতার ভিত্তিতে জাতীয় সমঝোতা সনদগ্রহন এবং পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে গৃহীত জাতীয় সমঝোতা সনদর ভিত্তিতে সংবিধান সংস্কারের জন্য বিল পাশ করতে আহবান জানানো হয়

দলের জাতীয় নির্বাহী কমিটির ন্যায়পাল অ্যাডভোকেট রায়হান কবীরের সঞ্চালনায় এবং জাতীয় সমন্বয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মহিউদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক, সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভুইয়া এবং নির্বাহী সদস্য প্রীতম দাশ প্রমুখ

সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আজ ভয়াবহ দুর্যোগের মুখে দাঁড়িয়েছেবর্তমান অবৈধ সরকার তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী ৭ জানুয়ারী একটা ডামি নির্বাচনকরতে যাচ্ছেএর মাধ্যমে তারা দেশকে স্থায়ীভাবে একটি নির্বাচনবিহীন দেশ বা রাষ্ট্রে পরিণত করার পায়তারা করছেতাদের এই হীন প্রচেষ্টা যদি সফল হয় এবং তারা যদি দেশ থেকে নির্বাচন ব্যবস্থা তুলে দিতে পারে, তাহলে এদেশের নাগরিকগণ প্রজায় পরিণত হবেকারণ বর্তমান দুনিয়ায় যে রাষ্ট্রের জনগণের ভোটাধিকার আছে তারা নাগরিক আর যাদের নেই তারা প্রজা

দেশকে ধাপে ধাপে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার এই ঘৃণ্য ষড়যন্ত্র রুখতে ৭ জানুয়ারীর ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করতে সভা থেকে দেশবাসীকে আহ্বান জানানো হয়পাশাপাশি সকলে মিলে আসন্ন এই দুর্যোগ থেকে দেশ রক্ষায় দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানানো হয়

সভায় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, আদিল আমজাদ হোসেন, খন্দকার হাবিবুর রহমান রাজা, কেন্দ্রীয় নেতা সাইফুল্লাহ হায়দার, সোহেল শিকদার, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের প্রধান সমন্বয়ক মাশকুর রাতুল, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন-এর সাধারণ সম্পাদক শাহ আলম হোসাইন, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন-এর সমন্বয়ক আহমেদ ইসহাক প্রমুখ

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/জেবি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশের জনগণ আজ ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে: রিজভী

উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি-আ.লীগে অস্বস্তি, মাঠপর্যায়ে কেন উপেক্ষিত দলীয় সিদ্ধান্ত

প্রয়াত নেতা পিন্টুর কবর জিয়ারতে বিএনপি নেতারা

ট্রেনভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে কমলাপুরে সিপিবির বিক্ষোভ

জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন: ফারুক

দেশের জনগণ আওয়ামী লীগকে মীরজাফর হিসেবে চিনবে: রিজভী

শাসকগোষ্ঠীর রক্তচক্ষুর কাছে গণমাধ্যম বারবার আত্মসমর্পন করেছে: বাংলাদেশ ন্যাপ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার

কে এই মামুনুল হক? যেভাবে পান ব্যাপক পরিচিতি

হেফাজতের সাবেক নেতা মামুনুল হক কারামুক্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :