খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকারী যুবককে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৩, ২১:৩৮

শনিবার বিকাল ৪টা ৫৫মিনিট। রাজধানীর বারিধারায় এভারকেয়ার হাসপাতালের ভেতর এক যুবক ঘোরাফেরা করতে থাকে। এক পর্যায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসকের কাছে গিয়ে জানায়, ‘খালেদা জিয়ার সঙ্গে আমি দেখা করতে চাই’, দেখা করা যাবে কি না? এরপর খালেদা জিয়ার কেবিনের দিকে প্রবেশের চেষ্টা চালায় ওই যুবক। বিষয়টি সন্দেহজনক মনে হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে ভাটারা থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে ভাটারা থানা পুলিশ ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ২৪ ডিসেম্বর আদালতে হাজির করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

তদন্ত সংশ্লিষ্টরা ঢাকা টাইমসকে জানিয়েছেন, আটক ওই যুবক নাম সুজন। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার চর চাঁদপুর এর ইন্তাজ মোল্লার ডাঙ্গী এলাকার ছোরাব হোসেনের ছেলে। চিকিৎসা নেওয়ার কথা বলে এভারকেয়ার হাসপাতালের প্রবেশ করে সুজন।

গ্রেপ্তারের পর পুলিশ সুজনকে রিমান্ডে এনে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেন। ইতোমধ্যে সুজনের কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে মাঠ পর্যায়ে অনুসন্ধান করা হচ্ছে জলেও জানান তদন্ত সংশ্লিষ্টরা।

বিষয়ে ভাটারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান ঢাকা টাইমসকে বলেন, সুজনকে গ্রেপ্তারের পর দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যের বিষয়ে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। অনুসন্ধান শেষে সুজনকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন।

এদিকে এঘটনায় বিএনপির একাধিক নেতারা এভারকেয়ার হাসতাপালে খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। অপরদিকে এই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এটা কোনো ধরনের চক্রান্ত কিনা সে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন অনেকেই।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এইচএম/এআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

আজ শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বড় বড় খেলাপিরা সাত, আট, নয়বার করে ঋণ পুনঃ তফসিল করতে পারছে: ফরাসউদ্দিন

গতানুগতিক ভবন নির্মাণে পরিবেশের ক্ষতি হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

২১ মে ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছেন শহীদ স্কোয়াড্রন লিডার জাওয়াদের পরিবার

সব জেলায় বইছে তাপপ্রবাহ, শনিবার থেকে বৃষ্টির আভাস

‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি বাস্তবায়নে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জেন্ডার সমতা-নারীর ক্ষমতায়নে ভূমিকা: মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রশংসা জাতিসংঘের আন্ডার সেক্রেটারির

উপজেলা নয়, এখন থেকে জেলাভিত্তিক হবে উন্নয়ন পরিকল্পনা

বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :