বরিশালের মেহেন্দিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর

বরিশালের মেহেন্দিগঞ্জে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী পঙ্কজ নাথের নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত গভীর রাতে মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মনির চাপরাশি জানান, রাত ১টার দিকে ১০-১২ জন লোক নির্বাচনি অফিসের ১০-১৫টি চেয়ার ভাঙচুর করে এবং টেবিল ভাঙচুর করে। কার্যালয়ের পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি বেড়া কুপিয়ে ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি দাবি করেন, হামলকারীদের মধ্যে স্থানীয়রা চারজনকে চিনতে পেরেছেন, তারা দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থিতা বাতিল হওয়া শাম্মী আহমেদের অনুসারী। এ ঘটনা পুলিশ প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. ইয়াসিনুল হক জানান, মৌখিকভাবে অভিযোগ পেয়েছেন, লিখিত এখনও পাননি। উভয় পক্ষই বিষয়টি নিয়ে একে অপরকে দোষারোপ করছে। পুরো বিষয়টি মধ্যরাতে হওয়ায় কারা এরসাথে জড়িত চিহ্নিত হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
(ঢাকা টাইমস/০১জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন