অবৈধ মালবাহী গাড়ি নিয়ে দুই পুলিশ সদস্যের লুকোচুরি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভারতীয় অবৈধ মালবাহী গাড়ি নিয়ে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে লুকোচুরির অভিযোগ উঠেছে। অভিযুক্ত এসআই মাহবুব ও শাহীন আশুগঞ্জ থানায় কর্মরত।
জানা যায়, গত শুক্রবার ভোররাতে আশুগঞ্জ থানাধীন টোল প্লাজায় একটি কাভার্ডভ্যানটি আটক করে এসআই মাহবুব ও শাহীন। যার নম্বর (যশোর মেট্রো ১১-১০৬০)। পরে কাভার্ডভ্যানটি থানায় না নিয়ে স্থানীয় উজানভাটি রেস্টুরেন্টের পিছনের একটি গলিতে লুকিয়ে রাখেন তারা। এরপর চলে গাড়ির মালিকের সঙ্গে দর কষাকষি। পরে ৩ লাখ টাকায় গাড়িটি ছেড়ে দেওয়ার চুক্তি হয়। কিন্তু বিষয়টি টের পেয়ে সেই স্থানে যান স্থানীয় সাংবাদিকরা।
সন্ধ্যা ৬টার দিকে গাড়িটি ঢাকা সিলেট হাইওয়ের উজানভাটি রেস্টুরেন্টে পার করে আশুগঞ্জ শহীদ মিনারের সামনে আসলে যান্ত্রিক ত্রুটি কারণে বন্ধ হয়ে যায়। এ সময় সাংবাদিকরা গাড়িতে কি আছে জানতে চাইলে অসঙ্গতিমূলক উত্তর দেন অভিযুক্ত দুই পুলিশ সদস্য। এতে সন্দেহ হলে বিষয়টি পুলিশ সুপারকে জানান সাংবাদিকরা।
তাৎক্ষণিক ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার সাখাওয়াত হোসেনের নির্দেশে গাড়িটি খোলা হলে তাতে অবৈধভাবে আসা ভারতীয় কসমেটিকস পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকারও বেশি। পরে এ বিষয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
এদিকে অভিযোগ রয়েছে এসআই মাহবুব ও শাহীন প্রতিদিনই বিভিন্ন চক্রের সঙ্গে আঁতাত করে অবৈধ গাড়ি ছেড়ে দিচ্ছে। এতে তাদের দৈনিক ১০-১২ লাখ টাকা বাণিজ্য হচ্ছে।
তাদের এমন কাণ্ডে আশুগঞ্জ থানার একাধিক অফিসার ও ফোর্স ক্ষুব্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এসআই জানান, ওদের দৌরাত্ম্যে ও বাড়াবাড়িতে অতিষ্ঠ তারা। ডিউটি থাকলেও টোলে গিয়ে বসে থাকেন, না থাকলেও টোলে গিয়ে বসে থাকেন।
এদিকে এত অপকর্মের পরও আশুগঞ্জ থানায় বহালতবিয়তে আছেন এসআই মাহবুব ও এসআই শাহিন।এ বিষয়ে এসআই মাহবুবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঢাকা টাইমসের কাছে সংশ্লিষ্ট বিষয়গুলোর সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন।
আরেক অভিযুক্ত এসআই শাহিনের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার সাখাওয়াত হোসেন ঢাকা টাইমসকে বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ঘটনার তদন্ত চলছে। তদন্তে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/০২জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন