এমএস গ্রুপের ফ্যামিলি ডে পালিত
এমএস গ্রুপের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে ২০২৪ পালন করা হয়েছে। সোমবার সকাল থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয় এমএস গ্রুপের ফ্যামিলি ডে।
আট বছর আগে এমএস ফুড এন্ড বেভারেজ নামক একটি ছোট্ট প্রতিষ্ঠান দিয়ে যাত্রা শুরু হয় গ্রুপটির। এমএস গ্রুপের প্রথমে এমএস ফুড এন্ড বেভারেজের সফলতা অর্জনের সঙ্গে পরবর্তীতে সংযুক্ত হয় এমএস ল্যাবরেটরিজ নামক ওষুধ উৎপাদন ও বাজারজাতকারী কোম্পানি।
প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ব্যবসা প্রসারের লক্ষ্যে অনলাইন নিউজ পোর্টাল ‘এরোমনি প্রতিদিন’ সেবামূলক প্রতিষ্ঠান এরোমনি ফাউন্ডেশন, এরোমনি স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করেন। ফলে এমএস নামক ছোট্ট কোম্পানিটি এখন এমএস নামক গ্রুপ অব কোম্পানিতে রূপান্তরিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএস গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক, সঞ্চালনা করেন এমএস ল্যাবরেটরীজের বোর্ড অব ডিরেক্টর এবং এরোমনি প্রতিদিনের নির্বাহী সম্পাদক জান্নাতুল ফেরদৌসী এরোমা এবং স্বাগত বক্তব্য দেন বোর্ড অব ডিরেক্টর সানজিদা আক্তার।
এমএস গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডেতে ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম জানান- যা কিছু সফলতা তা সকল কর্মকর্তা-কর্মচারীদের আর ব্যর্থতা শুধু আমার। আমি এই প্রতিষ্ঠানটিকে সারা বাংলাদেশে একটি সুন্দর, সফল প্রতিষ্ঠান হিসাবে উপস্থাপন করতে চাই।
ফ্যামিলি ডেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ, প্রস্তাবিত প্রাইভেট ইউনিভার্সিটি, মাহাতাব উদ্দিন বিশ্বাস সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির চেয়ারম্যান অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সিআইডি অফিসের সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান, সিআইডি পাবনা অফিসের ওসি তদন্ত তোফাজ্জল হোসেন, পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক রোটা. এ এস এম রেজওয়ান জুয়েল, এডওয়ার্ড কলেজের মার্কেটিং বিভাগের প্রফেসর রোটা. নুরুল আলম বাচ্চু, রোটা. খোন্দকার মবিদুর রহমান সেতু, জেলা কৃষক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, কবি সাহিত্যিক সাংবাদিক নদী গবেষক ডক্টর মনসুর আলম, রোটা. এ এস এম আলাউদ্দিন পরাগ, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন- এরোমনি প্রতিদিনের বার্তা সম্পাদক নবী নেওয়াজ, নিউজ ইনচার্জ পলাশ হোসেনসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
আরও উপস্থিত ছিলেন এমএস গ্রুপের সকল কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকরা।
(ঢাকাটাইমস/০২জানুয়ারি/ইএইচ)