সিংগাইর হাটে ১০ টাকায় শীতের কাপড়

আতিকুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ)
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:১৮
অ- অ+

শীতের বার্তা দিচ্ছে আবহাওয়া। শীত শুরুর সঙ্গে সঙ্গে মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুরাতন জামাকাপড়ের দোকানে বাড়ছে মধ্য ও নিম্বআয়ের মানুষের চাপ। এ হাটে ১০ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা দরে জামাকাপড় পাওয়া যাচ্ছে।

প্রতি সপ্তাহের বৃহস্পতি ও রবিবার বসে এ ঐতিহ্যবাহী সিংগাইর হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীত শুরুর সঙ্গে সঙ্গে চাপ বাড়ছে জামাকাপড়ের দোকানে। এই হাটের ক্রেতা মধ্য ও নিম্নআয়ের মানুষরা। তাদের শীত নিবারণের একমাত্র ভরসা পুরাতন কাপড়ের দোকান।

সোয়েটার, জ্যাকেট, ট্র্যাকসুট, বিভিন্ন ধরনের গরম জামা, মোজা, টুপি, বাচ্চাদের কাপড়, চাদর, কম্বলসহ বিভিন্ন ধরনের শীতের কাপড় পাওয়া যায়। এখানে একেক দোকানদার একেক প্রকার পণ্য বিক্রি করেন। হাটে পুরাতন কাপড়ের দোকানের পাশাপাশি অল্প দামের নতুন জামাকাপড়ও পাওয়া যায়। তবে শীতকালীন সময়ে পুরাতন গরম কাপড়ের দোকানে সাধারণ মানুষের চাপ বেশি থাকে। প্রতি হাটে ২০০ থেকে ২৫০ জন ব্যবসায়ী প্রায় ৩০ লাখ টাকার বেচাকেনা করেন। এখানকার কাপড়ের দাম কম, তাই নিম্ন ও মধ্যআয়ের ক্রেতাদের ভিড় বেশি থাকে।

ক্রেতা আমির আলী বলেন, এই হাটে খুব কম টাকায় ভালো মানের জামকাপড় পাওয়া যায়। যেই কাপড় এখান থেকে ১৫০ টাকা দিয়ে কিনেছি, সেই জামাকাপড় অন্য জায়গায় কিনতে গেলে ৩০০ থেকে ৪০০ টাকা লাগবে। তাই আমরা এই হাট থেকেই কেনাকাটা করি।

কাংশা থেকে আসা ক্রেতা রিতা আক্তার বলেন, সুইটার, কসমেটিক্স ও জুতা কিনেছি। এখানে অনেক কম দামে কেনাকাটা করা যায়। অন্য জায়গা থেকে কিনলে এগুলো কিনতে অনেক টাকা লাগতো। এই হাট থেকে অনেক কম দাম কেনাকাটা করা যায় তাই এখানে এসেছি।

বিক্রেতা মিসির আলী বলেন, আমাদের এই হাটে প্রচুর লোকজন আসেন। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের আস্থার জায়গা এটি। যারা নতুন কাপড় কিনতে পারেন না তারাই এখানে আসেন। এ ছাড়া মধ্য আয়ের মানুষের সংখ্যাও কম নয়। এখানে খুব অল্প দামে জ্যাকেট, সোয়েটার পাওয়া যায়। অনেকে এখান থেকে ৪-৫টা করে কিনে নিয়ে যান। বিশেষ করে মহিলা কাস্টমার অনেক বেশি। মেয়েদের গরম কাপড়ের ভালো আইটেম পাওয়া যায় ৫০ থেকে ২০০ টাকায়। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই হাটে বিভিন্ন ডিজাইনের কাপড়ের সমারোহ বাড়ছে।

বিক্রেতা সাইদুল ইসলাম আকাশ বলেন, এখানে ১০ টাকা থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত জামাকাপড় পাওয়া যায়। আমরা খুব স্বল্পমূল্যে জামাকাপড় বেচাকেনা করে থাকি‌। আমাদের বিক্রয় বেশি লাভ কম। অন্য অন্য বাজারের তুলনায় সিংগাইর বাজারে ক্রেতার সংখ্যা বেশি, বেচাকেনা ও বেশি।

সিংগাইর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী শহিদুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী সিংগাইর হাটটি গরু, ছাগল ও বিভিন্ন ফসল কেনাবেচার জন্য বিখ্যাত। তবে বর্তমানে খোলা আকাশের নিচের এসব কম দামের নতুন ও পুরাতন জামাকাপড়ের দোকান জনপ্রিয় হয়ে উঠেছে।

(ঢাকাটাইমস/৩জানুয়ারি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা