যশোরে নিজ ঘর থেকে ভবঘুরের মরদেহ উদ্ধার

যশোর শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার নিজ ঘর থেকে শাহ আলম (৫৫) নামে এক ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। শাহ আলম পুরাতন লিচুবাগান এলাকার মৃত শফি শেখের ছেলে।
যশোর পুরাতন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। ৪/৫ দিন আগে ঘরের ভেতরেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন