শ্রেণিকক্ষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষিকা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৪, ১৫:১৭| আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৫:৫৩
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে পাঠদানকালে স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রিনা আক্তার (৩৮) নামে এক স্কুল শিক্ষিকা।

বুধবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মৃত্যুবরণ করেন তিনি।

রিনা আক্তার উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুরা গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী অর্জুনা ইউনিয়নের উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান বলেন, ‘রিনা আক্তার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছিলেন। এসময় হঠাৎ চেয়ার থেকে মেঝেতে পড়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল তার।’

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, ‘শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থীরা ও সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগে তিনি মৃত্যুবরণ করেছেন। পরে সহকর্মী ও স্বজনরা তাকে বাসায় নিয়ে যান।’

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শাহীন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা