নির্বাচন বর্জনের আহবান জানিয়ে পোস্তগোলায় বিএনপির লিফলেট বিতরণ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৪, ১৫:৪৯| আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৬:০৩
অ- অ+

৭ জানুয়ারির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার শ্যামপুর থানার পোস্তগোলা, করিমুল্লাবাগ, জুরাইন কবরস্থান, মিরহাজিরবাগ এবং গেন্ডারিয়া এলাকার বিভিন্ন বসতবাড়ি, বিপণি কেন্দ্র ও পথচারীসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে ৭ জানুয়ারির একতরফা নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য আহবান জানানো হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও শ্যামপুর-কদমতলী থানার সমন্বয়ক আ ন ম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন শ্যামপুর থানা বিএনপি নেতা সানাউল্লাহ সানু, গোলাম মোস্তফা, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মমিন মিয়া, মির্জা খালেক লিটন, সাবেক আহবায়ক কমিটির সদস্য পলাশ আকন্দ, রিপন মিয়া, মো. রাতুল, বাবুসহ শ্যামপুর থানা ও ৪৭, ৫১, ৫৪ নং ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/জেবি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা