গাজীপুরে পাঁচ শতাধিক ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৪, ১৬:২৮| আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৬:৪২
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ভেতরেই পারস্পরিক দ্বন্দ্বে উত্তাপ ছড়াচ্ছে গাজীপুরের ৫টি আসনেই। তাই নিরাপত্তার কথা বিবেচনা করে গাজীপুরে পাঁচটি সংসদীয় আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ জানুয়ারি গাজীপুরের পাঁচটি আসন মোট ৯৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাঁচশতর বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকার প্রথমে রয়েছে। বাকি ৩৪০টি কেন্দ্র তুলনামূলক কিছুটা কম ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

গাজীপুর-১: সিটি কর্পোরেশনের ১৮টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১২৮টি। যার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ধারণা করা হচ্ছে ৮২টি। বাকিগুলো তুলনামূলক কিছুটা কম।

গাজীপুর-২: সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে ভোটকেন্দ্র রয়েছে মোট ৪০০টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ২৯৭টি ভোটকেন্দ্র। বাকি ১০৩ টি কেন্দ্র তুলনামূলক কম।

গাজীপুর-৩: শ্রীপুর সদরের ভাওয়ালগড়, পিরুজালী ও ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ভোটকেন্দ্র রয়েছে মোট ১৮০টি। এর মধ্যে ৯০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। বাকি অর্ধেক কিছুটা স্বাভাবিক মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনী।

গাজীপুর-৪: কাপাসিয়া আসনে ভোটকেন্দ্র মোট ১২২টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ রয়েছে ৭২টি কেন্দ্র। বাকি ৫০টি কেন্দ্র কম।

গাজীপুর-৫: গাজীপুর সিটির ৩টি ওয়ার্ড, কালিগঞ্জ ও বাড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ভোটকেন্দ্র রয়েছে মোট ১০৫টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৫৪টি। বাকি ৫১টি কেন্দ্র তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ।

এদিকে ঝুঁকিপূর্ণ এ কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির স্ট্রাইকিং ফোর্স, র‍্যাব, পুলিশসহ বিভিন্ন বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, গাজীপুরের যে কেন্দ্রগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেখানে আমাদের নজরদারি সবচেয়ে বেশি থাকবে।

গাজীপুরের পুলিশ সুপার কাজী সফিকুল আলম জানান, ইতোমধ্যেই ৯৩৫টি কেন্দ্রের ভেতর যে কেন্দ্রগুলোর বেশি ঝুঁকিপূর্ণ তার তালিকা তৈরি করা হয়েছে। এবং যেগুলো একটু কম ঝুঁকিপূর্ণ তারও তালিকা তৈরি করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি মোবাইল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা