নির্বাচন বর্জনের আহ্বানে ভোলায় বিএনপির লিফলেট বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন দাবি করে তা বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরিতে ভোলায় বাপ্তা ইউনিয়নে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের হাজির হাট, বাপ্তা বুড়ি মসজিদ রোড ও পাইলটের এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় দলের নেতাকর্মীরা জনসাধারণের হাতে লিফলেট তুলে দেন। পাশাপাশি নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ অসহযোগ আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বানে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন, বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি খোকা মিয়া, সাধারণ সম্পাদক হারুন মেম্বার, যুগ্ম সম্পাদক আবুল বসার চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, জেলা কৃষক দলের সদস্য নাজিম, ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নাঈম, রুলামিন সহ বাপ্তা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন