সংসদ নির্বাচন উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৪, ১৭:৩২
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আখাউড়া স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম তিনদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী ৬ জানুয়ারি শনিবার থেকে ৮ জানুয়ারি সোমবার পর্যন্ত এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৯ জানুয়ারি থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফোরকান খলিফা বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

বিষয়টি বন্দরের সকল আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ী সংগঠনের সঙ্গে পরামর্শ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ বন্দর দিয়ে তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ জানুয়ারি থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শাহীন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা