শেষ মুহূর্তে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন সালমা ইসলাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ উপজেলা) আসনের নির্বাচনি এলাকায় বর্তমান ও সাবেক সংসদ সদস্যের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। তাদের একজন নৌকার এবং অপরজন লাঙ্গলের প্রার্থী।
এ আসনটিতে নৌকা প্রতীকের প্রার্থী হলেন শিল্পগ্রুপ বেক্সিমকোর কর্ণধার বর্তমান সংসদ সদস্য সালমান এফ রহমান।
এদিকে লাঙল প্রতীকের প্রার্থী হলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম।
জেলা জাতীয় পার্টির আয়োজনে বুধবার বিকালে ঢাকার নবাবগঞ্জের কৈলাইল টেকনিক্যাল উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি সভায় ঢাকা-১ আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো অপশক্তি, সন্ত্রাসী গোষ্ঠী-ব্যক্তি যেন অপতৎপরতা চালিয়ে ভোটদানে বাধা সৃষ্টি করতে না পারে- এজন্য আমাদের সচেতন হতে হবে। তাই আমি আপনাদের বলব, নির্বাচনকে অংশগ্রহণমূলক ও অবাধ সুষ্ঠু করতে হলে প্রশাসনসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
এ সময় স্থানীয় ভোটাররা সালমা ইসলামের এ বক্তব্যের পক্ষে জোরালো সমর্থন জানান। একই দিন তিনি বক্সনগর, যন্ত্রাইল গোবিন্দপুর, আগলা ইউনিয়ন পরিষদে সভা ও বান্দুরার ধাপারি বাজার এলাকায় নির্বাচনি গণসংযোগ করেন ও তার নির্বাচনী লিফলেট বিতরণ করেছেন।
প্রচারণায় সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সালমা ইসলাম বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ তরুণ-তরুণীদের কাছে লাঙল প্রতীকে ভোট চান।
এদিকে নির্বাচনি প্রচারণার শেষের দিকে ব্যস্ত সময় পার করছেন ঢাকা-১ আসনের সব প্রার্থী। লাঙল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন