শেষ মুহূর্তে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন সালমা ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৪, ১৭:৪৫| আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৭:৫১
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ উপজেলা) আসনের নির্বাচনি এলাকায় বর্তমান ও সাবেক সংসদ সদস্যের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। তাদের একজন নৌকার এবং অপরজন লাঙ্গলের প্রার্থী।

এ আসনটিতে নৌকা প্রতীকের প্রার্থী হলেন শিল্পগ্রুপ বেক্সিমকোর কর্ণধার বর্তমান সংসদ সদস্য সালমান এফ রহমান।

এদিকে লাঙল প্রতীকের প্রার্থী হলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম।

জেলা জাতীয় পার্টির আয়োজনে বুধবার বিকালে ঢাকার নবাবগঞ্জের কৈলাইল টেকনিক্যাল উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি সভায় ঢাকা-১ আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো অপশক্তি, সন্ত্রাসী গোষ্ঠী-ব্যক্তি যেন অপতৎপরতা চালিয়ে ভোটদানে বাধা সৃষ্টি করতে না পারে- এজন্য আমাদের সচেতন হতে হবে। তাই আমি আপনাদের বলব, নির্বাচনকে অংশগ্রহণমূলক ও অবাধ সুষ্ঠু করতে হলে প্রশাসনসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

এ সময় স্থানীয় ভোটাররা সালমা ইসলামের এ বক্তব্যের পক্ষে জোরালো সমর্থন জানান। একই দিন তিনি বক্সনগর, যন্ত্রাইল গোবিন্দপুর, আগলা ইউনিয়ন পরিষদে সভা ও বান্দুরার ধাপারি বাজার এলাকায় নির্বাচনি গণসংযোগ করেন ও তার নির্বাচনী লিফলেট বিতরণ করেছেন।

প্রচারণায় সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সালমা ইসলাম বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ তরুণ-তরুণীদের কাছে লাঙল প্রতীকে ভোট চান।

এদিকে নির্বাচনি প্রচারণার শেষের দিকে ব্যস্ত সময় পার করছেন ঢাকা-১ আসনের সব প্রার্থী। লাঙল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা