নির্বাচনি প্রচারণার শেষ দিনে পুরান ঢাকায় শোডাউন সাইফুদ্দিন মিলনের

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৪, ২০:১৪

নির্বাচনি প্রচারণার শেষ দিনে প্রায় পাঁচ সহস্রাধিক সমর্থক মিয়ে লাঙ্গলের পক্ষে প্রচার মিছিল করেছেন ঢাকা - আসনের জাপা মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। মিছিলে নেতাকর্মীরা ফেস্টুন, ব্যানার, বাদ্যাযন্ত্র নিয়ে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় পুরান ঢাকার আমলীগোলা মাঠ থেকে শুরু হয়ে নির্বাচনি মিছিলটি লালবাগ রোড, উর্দু রোড, আবুল হাসনাত রোড, আগামাসী লেন, আগা সাদেক রোড, চকবাজার, নাজিমউদ্দীন রোড, পাকিস্তান মাঠ, নাজিরা বাজার, বংশাল হয়ে সন্ধ্যা ৬টায় নয়াবাজার টিন পট্টিতে গিয়ে শেষ হয়। এরপর তিনি লালবাগ কেল্লার সামনে এক বিশাল পথসভায় বক্তব্য রাখেন তিনি।

এ সময় হাজী মিলন বলেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটারদের মাঝে তত বাড়ছে শঙ্কা। সুষ্ঠু ভোট হলে ঢাকা আসলে লাঙ্গল মার্কা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। সরকার সমর্থিত প্রার্থী এলাকায় প্রভাব বিস্তার করছে, ভোটারদের মাঝে ভীতি সঞ্চার করছে। আমার সমর্পকদের ওপর হামলা চালানো হয়েছে। ভোটার স্লিপ বিতরণ করতে বাধা দেওয়া হয়েছে। তারপরও এলাকাবাসী স্বতঃস্ফূর্ত সমর্থন আমাকে অনুপ্রেরণা যুগিয়েছে। আপনারা ভোট দিতে ভোট কেন্দ্রে আসুন, এবং ভোট ডাকাতির চেষ্টা প্রতিহত করুন।

গণসংযোগকালে হাজী মিলনের সাথে জাতীয় যুব সংহতির ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক দ্বীন ইসলাম, ঢাকা মহানগর জাপা নেতা আফতাব গনি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হুমায়ুন কবির কালা, কামাল হোসেন, কাজী জিয়াউদ্দিন জিয়া, কামাল হোসেন, হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, সাকিব উদ্দিন সিফানসহ স্থানীয় জাতীয় পার্টি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :