ব্যারিস্টার জন যোগ্য পিতার যোগ্য সন্তান: সুষ্মিতা

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

বৃহস্পতিবার নওগাঁ-৫ সদর আসনের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের স্ত্রী সুষ্মিতা খান জলিল।

এ সময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এমপি জন মানুষ হিসেবে সৎ, পরিষ্কার ও বড় মনের। আমি স্ত্রী হিসেবে খুব কাছ থেকে দেখেছি, তিনি কখনও অন্যায় কাজে প্রশ্রয় দেননি। সব সময় মানুষের পাশে থেকে সমাজের উন্নয়নে অবদান রেখেছেন।

তিনি বলেন, জনের পিতা আমার শ্বশুর আব্বা আব্দুল জলিল সারাজীবন মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। একদম প্রান্তিক থেকে শুরু করে সব পর্যায়ের মানুষের কাছে তিনি ছিলেন প্রাণের মানুষ। তারই সুযোগ্য ছেলে জনও চায় জনসাধারণের মাঝে নিজেকে বিলিয়ে দিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় জনের হাত দিয়ে বিগত দিনে নওগাঁয় অনেক উন্নয়ন হয়েছে। সেই ধারা অব্যাহত রাখতে আগামী ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দেবেন।

তিনি আরও বলেন, জন আপনাদের ঘরের ছেলে। আপনাদের কাছে আমার একটা দাবি, জন যেহেতু ঘরের ছেলে, এজন্য আগামী ৭ তারিখে জনকে আবারও নির্বাচিত করবেন।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শাহীন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা