হুমকি-ধমকি পাচ্ছি: ঢাকা-১ আসনের প্রার্থী সালমা ইসলাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ঢাকা-১ আসন। এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সালমান এফ রহমান। অন্যদিকে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী দলটির কো-চেয়ারম্যান সালমা ইসলাম। এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কেউ কাউকে ছাড় দিতে চাইছে না।
এছাড়াও ঢাকা-১ আসনে তৃণমূল বিএনপির মুফিদ খান সোনালী আঁশ, বাংলাদেশ সুপ্রিম পার্টির শামসুজ্জামান চৌধুরী একতারা, গণফ্রন্টের শেখ মো. আলী মাছ, ওয়ার্কার্স পার্টির মো. করম আলী হাতুড়ি এবং ন্যাশনাল পিপলস পার্টির আ. হাকিম আম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তবে তারা কেউ আলোচনায় নেই।
কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ ২৬টি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে। জাপার কো-চেয়ারম্যান হয়েও এই বিশেষ সুবিধা বাইরে রয়েছেন ঢাকা-১ আসনের লাঙ্গলের প্রার্থী সালমা ইসলাম। তার সঙ্গে এই আসনের পরিস্থিতি নিয়ে কথা হয় ঢাকা টাইমসের।
ঢাকা টাইমস: নির্বাচনের পরিস্থিতি দেখে সুষ্ঠু ভোট হবে বলে মনে করেন আপনি?
সালমা ইসলাম: আমার এতোদিন মনে হচ্ছিলো সুষ্ঠু ভোট হবে। কিন্তু গতকাল বৃহস্পতিবার হুমকি পেয়েছি। এতো সোজা, দুই একজনের হুমকিতে দেশ পরিবর্তন হয়ে যাবে নাকি!
ঢাকা টাইমস: নির্বাচন কমিশন কি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পেরেছে?
সালমা ইসলাম: আমি আমার আসন থেকে বলতে পারি, এখন পর্যন্ত নির্বাচন কমিশন যেসব কথা দিয়েছে, তা ঠিক আছে। এখন আমি কমিশনের কাছে আশা করব, যাতে তারা সামনের ৭ তারিখ সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করে। সঠিক ফলাফলটা আমরা পাই।
ঢাকা টাইমস: প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কি কোনো প্রকার প্রভাব বিস্তার করছে?
সালমা ইসলাম: ওইরকম ভাবে কেউ প্রভাব বিস্তার করছে না। তবে দুই একটা জায়গায় একটু দুষ্টামি করে। পোস্টার ছিড়ে ফেলে, একটু হুমকি ধামকি দেয়।
ঢাকা টাইমস: আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী?
সালমা ইসলাম: ইনশাল্লাহ, আমি এখন পর্যন্ত আশাবাদী। যার কাছেই ভোট চেয়েছি সেই কথা দিয়েছে…। যদি সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয়, তাহলে আমি অনেক ভোটে এগিয়ে যাব।
ঢাকা টাইমস: কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হবে বলে মনে করেন আপনি?
সালমা ইসলাম: আমি শুনেছি, আওয়ামী লীগের গ্রুপ বলছে আগেই তারা ১১ হাজার ভোট পেয়ে যাবে, এরপর ঘোষণা দিয়ে দেবে। আর ৬ জানুয়ারি জাতীয় পার্টির নেতা-কমীরা কীভাবে মাঠে থাকে তা দেখে নেবে তারা। এরকম আওয়ামী লীগের লোকজন বলে। এইরকম হুমকি দিলে কি ভোটার আসবে কেন্দ্রে? আমি অনুরোধ করব নির্বাচন কমিশনকে যাতে হুমকি-ধামকি দেওয়া বন্ধ করায় তারা। এই রকম করলে তো ভোটাররা ভোট দিতে আসবে না।
ঢাকা টাইমস: নির্বাচন কমিশনের আচারণে আপনি কী সন্তুষ্ট?
সালমা ইসলাম: কমিশনের আচারণে আমি অবশ্যই সন্তুষ্ট। তারা যদি ভোট গ্রহণের দিন পরিবেশ সুষ্ঠু রাখতে পারে, তাহলেই তাদের সব কমিটমেন্ট সার্থক হবে।
ঢাকা টাইমস: আপনি কি ভোট কারচুপির শঙ্কা করছেন?
সালমা ইসলাম: ওরা (আওয়ামী লীগের প্রার্থী) অনেক রকমের দুর্নীতির চিন্তা-ভাবনা করছে। আমরা সেটা মোকাবিলা করব। যদি সুষ্ঠু ভোট হয় আমি ব্যাপক ভোটে জয় লাভ করব নিশ্চিত, ইনশাল্লাহ।
(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/টিআই/আরআর)

মন্তব্য করুন