ঢামেক দেয় জনগণকে স্বাস্থ্যসেবা, সাংবাদিকরা দেন মানবিক সেবা: নাছিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৪, ২১:০৩| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২১:০৬
অ- অ+

‘সাধারণ মানুষ একটা মানসম্মত সেবাই তো চায়। আর সবার কাছে সেই সেবা, আস্থা ও ভরসার জায়গা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ঢাকা মেডিকেল জনগণকে দেয় স্বাস্থ্যসেবা আর সাংবাদিকরা দেয় মানবিক সেবা। এ দুটোই গুরুত্বপূর্ণ।’

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল রিপোর্টার্স ইউনিটির কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের নৌকার মনোনীত প্রার্থী আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

এসময় তিনি বলেন এটা কোনো রাজনৈতিক বা নির্বাচনি প্রচারণার অংশ নয়, ঢাকা মেডিকেলে রোগী দেখতে এসে অন্য রোগীদের খোঁজখবর নেওয়া।

বাহাউদ্দিন নাছিম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রতিদিন এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে রোগীরা সেবা নিতে আসেন। ঢামেক কর্তৃপক্ষ সাধ্যমত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তবুও এখানে চিকিৎসা সেবা নিতে এসে অনেকে হয়রানির শিকার হন, তারা যেন সঠিক চিকিৎসাসেবা পান সেক্ষেত্রে সাংবাদিকরা সংবাদ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

তিনি বলেন, ঢাকা মেডিকেলের সাংবাদিকদের কল্যাণে এখন আর সাধারণ রোগীদের দালালের খপ্পরে পড়ে বাড়তি ঝামেলা পোহাতে হয় না। সাংবাদিকরা সঠিক তথ্য জাতির কাছে তুলে ধরেন, এটিও একটি ইবাদত।

ঢাকা মেডিকেল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে উপস্থিত ছিলেন আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের ছেলে এ বি এম সিদ্দিকী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান ও প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক মাসুদ রানা, এনটিভির কাজী সফিউল ইসলাম (আল আমীন), ঢাকা পোস্টের সৈয়দ আমানত আলী ও নয়াদিগন্তের শামীম হাওলাদার প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণি কর্মচারি সমিতির সভাপতি মো. রমিজ, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ঢাকা মেডিকেল শাখার (বিএনএ) সভাপতি মো. কামাল পাটোয়ারী, স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) মহাসচিব ইকবাল হোসেন সবুজ ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি মো. রাসেল প্রমুখ।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা