শরীয়তপুরের নড়িয়ায় দুটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তের আগুন

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৫৯ | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:৪৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চরমোহন ও চরলাউয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার সাধারণ মানুষ মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে একদল দুর্বৃত্তরা নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ৬৫নম্বর চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জানালা দিয়ে আগুন দেয়। আগুনে বেঞ্চ পুড়ে যায়। স্থানীয়রা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে সামান্য ক্ষতি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

স্থানীয় কয়েকজন জানান, নির্বাচনকে ভানচাল করার জন্য বিএনপি জামাত এ ধরনের ঘটনা ঘটাতে পারে।

৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনসার মাঝি জানান, বাড়ৈপাড়া কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করছে, তবে দিতে পারেনি।

ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, ভোর ৫টার দিকে একদল দুর্বৃত্ত নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চরমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরলাউয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র দুটিতে আগুন দেয়। আমরা খবর পেয়ে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে অতিদ্রুত ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। পরে আমরা আগুন নেভাই। শরীয়তপুর পুলিশ সুপার মো. মাহবু্বুল আলম জানান, রাতের আধারে একটি কেন্দ্রে জানালার গ্লাস ভেঙে পেট্রল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। অন্য কেন্দ্রের আগুন দেওয়ার কথা শুনি নাই। ঘটনাস্থলে সকালে আমাদের পুলিশ পরিদর্শন করে এসেছে। তদন্ত করা হচ্ছে, কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/০৬জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :