রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শনিবার পৃথকভাবে এসব মিছিল হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড়, রাজারবাগ মোড় থেকে শাহজাহানপুর আমতলা মসজিদ পর্যন্ত, রাজধানীর পল্টনে, বনশ্রী কাজীপাড়া পিবিআই রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, সদস্য মো. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি এসএম সায়েম, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশসহ মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/জেবি/এসএম)

মন্তব্য করুন