গণপরিবহনশূন্য রাজধানীর সকাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকায় গণপরিবহন শূন্য রয়েছে রাজধানী। ভোর থেকে ফাঁকা রয়েছে মহানগরীর সড়কগুলো।
সকালে রাজধানীর সড়কে কিছু রিকশা দেখা গেছে। মাঝে মধ্যে দুই একটি সিএনজিও দেখা গেলেও অন্য কোনো যানবাহন চোখে পড়েনি। ফলে লোকজনকে হেঁটে বা রিকশায় চড়ে যাতায়াত করতে দেখা গেছে।
রবিবার সকালে রাজধানীর পুরানা পল্টন, গুলিস্তান, মগবাজার, বাংলামোটর, কারওয়ান বাজার, পান্থপথ, কলাবাগান, সায়েন্স ল্যাবরেটরি মোড়, শাহবাগ, কাকরাইল ও শান্তিনগর মোড় ঘুরে এ চিত্র দেখা গেছে।
এদিকে বিএনপিসহ তাদের সমমনা দলগুলো ভোট বর্জন করে আজ গণকারফিউ পালন করছে।
(ঢাকা টাইমস/০৭ জানুয়ারি/পিএস)

মন্তব্য করুন