ভোটকেন্দ্র পরিদর্শনে ভারতীয় পর্যবেক্ষক দলনেতা ধর্মেন্দ্র শর্মা

টাঙ্গাইলে ভূঞাপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করছেন ভারতীয় পর্যবেক্ষক দলনেতা ধর্মেন্দ্র শর্মা। তিনি ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার।
রবিবার সকালে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বলরাম উচ্চ বিদ্যালয় কেন্দ্র, অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।
তিনি ভোট কক্ষ পরিদর্শন, আনসার এজেন্ট, পোলিং এজেন্ট, প্রজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনের তথ্য সংগ্রহ করেন।
এদিকে সকাল ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভারতীয় নির্বাচন পর্যবেক্ষক কেন্দ্রগুলোর ভোটার লাইনের কোনো ভোটার দেখতে পাননি। এসময় সাংবাদিকদের তিনি বক্তব্য দেননি।
(ঢাকাটাইমস/৭জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন