নির্বাচনে এনে আমাদের কোরবানি দেওয়া হয় কি না, ভয়ে আছি: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৪৬| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:০৪
অ- অ+

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমাদের সব সময় ভয় ছিল, নির্বাচনে এনে আমাদের কোরবানি দেওয়া হয় কি না, তাহলে দেশে নির্ভেজাল একদলীয় শাসনব্যবস্থা চালু হবে। কুমিল্লার তিতাসসহ দেশের বিভিন্ন কেন্দ্রে লাঙ্গল প্রতীকের এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন জাপা চেয়ারম্যান।

রবিবার সকালে নির্বাচনি এলাকা রংপুর-৩ আসনের কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন ভোটকেন্দ্র থেকে জাতীয় পার্টির এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে। ভোটারদের মধ্যে ভয় ও আস্থাহীনতা থাকায় ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম বলেও তিনি মন্তব্য করেন।

শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ভোটে যেহেতু এসে পড়েছি, বর্জন করার উপায় নেই। তবে লক্ষণ ভালো নয় বলে তিনি মন্তব্য করেন।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/প্রতিনিধি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা