পৌনে তিন লাখ ভোটের ব্যবধানে জিতলেন জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ১১:৪৯
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে (কাজিপুর ও সদরের একাংশ) পৌনে তিন লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয়। আসনটিতে প্রায় ৭১ শতাংশ ভোট পড়েছে।

তানভীর শাকিল জয় আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ নাসিমের ছেলে।

রবিবার রাতে এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন।

আসনটিতে মোট ১৭৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে জানা গেছে, নৌকা প্রতীকে তানভীর শাকিল জয় পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৯৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীকে জহুরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ১৩৯ ভোট। এছাড়া জাসদের সাইফুল ইসলাম মশাল প্রতীকে পেয়েছেন ৬০৫ ভোট এবং বিএনএম প্রার্থী সবুজ মন্ডল পেয়েছেন ৫৭১ ভোট।

নির্বাচনে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ৬৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৯৫ হাজার হাজার ১১৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ৫৫৫ জন।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/জেএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা