‘অনেকে ভোট দেয়নি, তারপরও আমরা জনগণের এমপি’

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৮:৩১ | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ১৮:২৪

লক্ষ্মীপুর-২ আসনে নৌকা প্রতীকের বিজয়ী অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকে ভোটকেন্দ্রে যায়নি। ভোট দেয়নি। যেহেতু আমরা লক্ষ্মীপুরের ৩টি আসনে নৌকা এবং একটিতে স্বতন্ত্র নির্বাচিত হয়েছি, তাই আমরা এখন জনগণের এমপি। যারা ভোট দিয়েছে এবং যারা দেয়নি তাদের প্রত্যেকের এমপি আমরা।

সোমবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি। শেখ হাসিনাকে ধন্যবাদ তিনি জনগণের কাঙ্ক্ষিত প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন।

নয়ন বলেন, শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন। টানা ৪র্থ মেয়াদে এবং ৫ম বারের মতো প্রধানমন্ত্রী হবেন। তাই লক্ষ্মীপুরের পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আমরা লক্ষ্মীপুরের ৪টি আসনের নির্বাচিত সংসদ সদস্যরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবো।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :