নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির দুই নেতা গ্রেপ্তার

নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক আবুল হাসান হাদী সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এবং জেলা যুবদলের সাবেক সভাপতি। এছাড়া এড. কামরুজ্জামান ভুট্টো জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।
রবিবার রাতে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। (ঢাকাটাইমস/৮জানুয়ারি/এআর)

মন্তব্য করুন