টানা তৃতীয় দিন শীর্ষ দূষিত বায়ুর শহর ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:৫৫| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:৫৬
অ- অ+
ফাইল ফটো

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় টানা তৃতীয় দিনের মতো শীর্ষ স্থানে অবস্থান করছে ঢাকা। শহরটির স্কোর এখন ২৬৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। এখন দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। শহরটির স্কোর ২৩৮।

‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে এখন এ দুটি শহরই রয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য উঠে আসে।

বর্তমান তালিকায় ‘অস্বাস্থ্যকর’ পর্যায় শুরু হয়েছে তৃতীয় অবস্থান থেকে। এখন তৃতীয় স্থানে রয়েছে পাকিস্থানের করাচি, শহরটির স্কোর ১৯৯। একই স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের রাজধানী শহর দিল্লি।

তালিকায় এখন পঞ্চম স্থানে রয়েছে চীনের উহান, স্কোর ১৮৫; ষষ্ঠ স্থানে পাকিস্তানের লাহোর, স্কোর ১৯৪; সপ্তম চীনের চেংডু, স্কোর ১৭৪; অষ্টম ভারতের মুম্বাই, স্কোর ১৭৩; নবম চীনের হ্যাংঝো, স্কোর ১৬৯; দশম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৬৩।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা